দিনাজপুর সরকারি মহিলা কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে সরকারি নীতিমালা অনুযায়ী ভর্তি ইচ্ছুক ছাত্রীদের কলেজ কর্তৃক নির্ধারিত সময়সূচি মোতাবেক নিম্নোক্ত হারে ফি প্রদান করে কলেজে ভর্তির সর্বশেষ ধাপ সম্পন্ন করতে নির্দেশ দেয়া হলো। |
|
নিচে দেয়া Admission Form বাটনের মাধ্যমে প্রাপ্ত এন্ট্রি ফরম যথাযথভাবে পূরণপূর্বক Save/Submit করে প্রাপ্ত পূর্ণঙ্গ ফরম প্রিন্ট করে প্রিন্ট কপিতে যথাস্থানে স্বাক্ষর করে কলেজে জমা দিতে হবে।
|
|
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের ভর্তির জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোন প্রকার প্রমাণ্যপত্র এই মূহূর্তে জমা দেয়ার প্রয়োজন নেই। কোভিড-১৯ মহামারির উন্নতি হলে সুবিধামত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দানের জন্য বলা হবে।
|
|
|
ভর্তির ফি ও সময়সূচিঃ
|
গ্রুপ |
তারিখ |
নির্ধারিত মোট ফি |
বিজ্ঞান |
১৩-০৯-২০২০ ইং |
১৯৫৮/- |
মানবিক |
১৪-০৯-২০২০ ইং |
১৯১৮/- (গার্হস্থ্যসহ) ১৮১৮/- (গার্হস্থ্য ছাড়া)
|
ব্যবসায় শিক্ষা |
১৫-০৯-২০২০ ইং |
১৯১৮/- (গার্হস্থ্যসহ) ১৮১৮/- (গার্হস্থ্য ছাড়া)
|
সকল বিভাগের অবশিষ্ট |
১৬-০৯-২০২০ ইং |
|
সকল বিভাগের অবশিষ্ট |
১৭-০৯-২০২০ ইং |
|
|
|
|
  |